• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন বাসদের তিন নেতা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) তিন নেতা।

মনোনয়ন ফরম সংগ্রহ করা বাসদের তিন নেতা হলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সভাপতি রেজাউল রশিদ খান, সদস্য হামিদুল ও সদস্য মো. বকুল হোসেন।

শনিবার (২০ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।

জানা গেছে, বাসদের সভাপতি রেজাউল রশিদ খান সিরাজগঞ্জ-৬ আসনের জন্য, সদস্য হামিদুল সুনামগঞ্জ-২ আসনের জন্য ও মো. বকুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এবং চট্টগ্রাম বিভাগের টিম লিডার জিয়াউদ্দিন বলেন, বাসদের সভাপতি রেজাউল রশিদ খানসহ তিন নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

এর আগে, শনিবার (১৮ নভেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়। এরপর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা। এবার দলটির মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার শেষ দিন।