• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

মানবাধিকারকে অস্ত্র হি‌সেবে ব্যবহার করা হ‌চ্ছে: তথ্যমন্ত্রী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

আওয়ামী লী‌গের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ব‌লেছেন, পৃথিবীতে মানবাধিকার এখন অস্ত্র হি‌সে‌বে দাঁড়ি‌য়ে‌ছে। দে‌শে এবং আর্ন্তজা‌তিক অঙ্গনে অস্ত্র হি‌সে‌বে ব‌্যবহার করা হ‌চ্ছে মানবা‌ধিকার‌কে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘মায়ের কান্না’ সংগঠনের আয়োজনে ১৯৭৭ সা‌লের ২ অক্টোবর সেনা ও বিমানবা‌হিনীর কারাদণ্ডপ্রাপ্ত, চাকরিচ‌্যুত সদস‌্য এবং ফাঁসি দেওয়া সদস‌্য‌দের বিচারের দা‌বি‌তে অনু‌ষ্ঠিত মানবন্ধনে অংশ নিয়ে এসব কথা ব‌লেন তিনি।

তথ‌্যমন্ত্রী ব‌লেন, বি‌দে‌শি কিছু রাষ্ট্র কোনো দেশ থে‌কে ব‌্যবসা-বা‌ণিজ‌্য আদায় না করতে পার‌লেই তখন তারা চাপ দেয়। গণতন্ত্র ও মানবাধিকা‌রের না‌মে সরকার উৎখাত ক‌রে তা‌দের স্বার্থ হা‌সি‌লের জন‌্য। কিছু হ‌লেই বিবৃ‌তি দেয়। কিল মারলেও বিবৃ‌তি দেয়, ঘু‌শি মারলেও। এটি এখন ব‌্যবসা। যা বাংলা‌দে‌শেও হ‌চ্ছে বিদে‌শেও হ‌চ্ছে। আমি ম‌নে ক‌রি এই ব‌্যবসা বন্ধ হওয়া উচিত।

তি‌নি ব‌লেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে বিএন‌পি দেশ সন্ত্রাসী কার্যকলাপ করার প‌রিকল্পনা ক‌রে‌ছে। তা বাস্তবায়নের মধ‌্যদি‌য়ে দে‌শে অস্থিতিশীল প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি কর‌বে। কিন্তু তা কর‌তে দেওয়া হ‌বে না। আওয়ামী লীগ রাজপ‌থে থে‌কে  জনগণ‌কে সঙ্গে নি‌য়ে তা মোকা‌বিলা কর‌বে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে আন্দোলনের নামে বাংলাদেশের সাধারণ মানুষ, যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছিল তাদের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল, বোমা হামলা করা হয়েছিল এবং আগু‌নে পু‌ড়ি‌য়ে হত‌্যা করা হ‌য়ে‌ছিল। এই নির্মমতার জন্য দায়ী খালেদা জিয়া, তারেক জিয়া। খা‌লেদা ‌জিয়ার প‌রিকল্পনায় ও লন্ডন থে‌কে তা‌রেক জিয়ার নি‌দে‌র্শে তা করা হ‌য়ে‌ছিল।

আওয়ামী লী‌গের এ রাজ‌নৈ‌তিক নেতা ব‌লেন, যারা মানবাধিকারের কথা বলে, যারা মানবাধিকারের প্রেসক্রিপশন দি‌চ্ছে, বাংলাদেশকে যারা আহ্বান জানায় তাদের বলবো-এসে দেখে যান, এদের বক্তব্য শুনুন, তাদের আর্তনাদ শুনুন। আগে এদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই সত্যিকার অর্থে মানবাধিকার প্রতিষ্ঠা হবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের শাসন আম‌লের ১৯৭৭ সালে নিরীহ ও নিরপরাধ মানুষ‌দের ধ‌রে ধ‌রে ফাঁসিতে ঝু‌লি‌য়ে ‌নিষ্ঠুরভাবে হত‌্যা করা হ‌য়। এ নিষ্ঠুরতম হত‌্যাকাণ্ড নিয়ে মানবাধিকার ব্যবসায়ীরা কেন কথা বলছেন না?

তি‌নি ব‌লেন, বাংলাদেশের অগ্রযাত্রা অনেকের পছন্দ হচ্ছে না। তাই নানা ষড়যন্ত্র হচ্ছে।

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, যারা গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন তাদের দেশেই গণতন্ত্র নেই। তাই আমাদের গণতন্ত্রের শিক্ষা দেবেন না।

তথ্যমন্ত্রী বলেন, মায়ের কান্নার আন্দোলন যৌক্তিক। যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন তাদের বলছি, এই বিষয়টা দেখবেন।