• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

আদালতের অনুমতি ছাড়া খালেদার বিদেশে যাওয়ার সুযোগ নেই

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালতের অনুমতি ছাড়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভার শুরুতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার পরিবার তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চায়। কিন্তু সংবিধান অনুযায়ী প্রচলিত আইন সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের বা নির্বাহী বিভাগের হাতে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এ বিষয়ে আদালতের অনুমতি নিতে হবে।

তিনি আরো বলেন, আদালতের অনুমতি ছাড়া খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। চিকিৎসা বা যে কারণেই হোক, বিদেশে যাওয়ার জন্য প্রথমে তাকে আদালতে হাজির হতে হবে। এরপর তিনি আবেদন করবেন। আদালত যদি তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেন তাহলে আমাদের বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই।