• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বিএনপির ষড়যন্ত্র গণতন্ত্রের বিকাশে বড় বাধা: এমপি শিখর

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩  

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। অনেক ষড়যন্ত্রের পরও পদ্মাসেতু আজ দৃশ্যমান। এটিই শেখ হাসিনার সফলতা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় মতো কৃষককে সার দেন। ঘরে ঘরে বিদ্যুত দিয়েছেন। বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা দিচ্ছেন। বিধবারা শান্তিতে আছে। গ্রাম এখন শহরে পরিণত হয়েছে কোথাও কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যাবে না। এটিই বিএনপির কাছে শেখ হাসিনার দোষ। দেশের উন্নয়ন দেখলে তারা দিশেহারা হয়ে পড়ে।

শনিবার দুপুরে শহরের সেগুন বাগিচা এলাকায় মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সাইফুজ্জামান শিখর।

তিনি বলেন, বোকার স্বর্গে বাস না করে শান্তিতে থাকুন, শান্তিতে ঘুমান। কোনো ষড়যন্ত্র করলে আপনাদের কীভাবে মোকাবিলা করতে হয় সেটি আওয়ামী লীগ জানে। বিএনপি-জামায়াত জোট সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। এটাই বিএনপি জামায়াতের রাজনীতি।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আবদুল ফাত্তাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সূর্যকান্ত বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।