• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

আওয়ামী লীগের নয়, বিএনপির বিদায়ের ঘণ্টা বাজছে- কাদের

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ জুলাই ২০২২  

আগুন নিয়ে না খেলতে বিএনপিকে হুঁশিয়ার করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগের নয়, বিএনপির বিদায়ের ঘণ্টা বাজছে। আগুন নিয়ে খেলবেন না, রাজনীতি ও নির্বাচনের মাঠেই খেলা হবে। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।

শনিবার (১৬ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় রাজনীতিতে এখন খুব ঝুঁকিপূর্ণ সময়ে চলছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এক-এগারোর কুশিলবরা এখনো সক্রিয়। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বলেই বিএনপি ষড়যন্ত্র করছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে তারা বিদেশিদের সঙ্গে আঁতাত করছে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া হবে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। ভীতি থেকেই বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই উন্নয়ন, অগ্রগতি হয়।

এ সময় আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, তৃণমূলের কর্মীরা কখনো বেঈমানী করে না। সেটা ওয়ান-ইলেভেনে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার কারণেই বারবার গণতন্ত্র ফিরে পেয়েছি। তিনিই একমাত্র বিশ্ব নেতা যিনি বলেছেন, যুদ্ধ বন্ধ হওয়া দরকার।