• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

ডেকে নিয়ে যুবদল কর্মীকে কোপালেন ছাত্রদল নেতা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৪ মে ২০২২  

পটুয়াখালীর বাউফলে ডেকে নিয়ে মো. জামাল খান নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের ভেরনতলা বাজারে এ ঘটনা ঘটে।

আহত ২৭ বছর বয়সী জামাল চাঁদকাঠি গ্রামের মো. ইসরাইল খানের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী। অভিযুক্ত ২৫ বছরের দ্বীন ইসলাম ধুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

হাসপাতালে চিকিৎসাধীন যুবদল কর্মী জামাল বলেন, সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আমার সঙ্গে দ্বীন ইসলামের বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে আমাকে চাঁদকাঠি গ্রামের ভেরনতলা বাজারে ডেকে নেন দ্বীন ইসলাম। একপর্যায়ে দ্বীন ইসলামসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা আমাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অস্ত্রের আঘাতে আমার শরীরের বেশ কিছু জায়গায় জখম হয়েছে। এ ঘটনায় আমি আইনি ব্যবস্থা নেবো।