• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

বিএনপির সব সদস্য পদ হারালেন তৈমুর আলম

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২  

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে প্রাথমিকসহ সব সদস্য পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার রাত ৮টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও দফতর সম্পাদক রুহুল কবির  রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভীর কাছে প্রায় ৬৬ হাজর ৫০০ ভোটে পরাজিত হন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার।

নির্বাচনের প্রায় তিন দিন পর তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি’র প্রাথমিকসহ সব সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার কিছুদিন পরেই নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক পদ থেকে তৈমুর আলমকে প্রত্যাহার করে মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এছাড়া নির্বাচনের কয়েকদিন আগে তার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদও প্রত্যাহার করা হয়।