• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

বিএনপির দায়িত্ব নিতে চান অলি আহমেদ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

নেতৃত্বের দুর্বলতা, সমন্বয়হীনতা, জোটের নেতাদের মতের ভিন্নতায় জরাজীর্ণ দলে পরিণত হয়েছে বিএনপি। কেবল সিদ্ধান্তহীনতার কারণে রাজনীতির মাঠে ছন্নছাড়া দলটি। তবে ছন্নছাড়া বিএনপির হাল ধরতে চান লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ।

বিএনপির দলীয় সূত্র জানায়, বিএনপির ছন্নছাড়া পরিস্থিতিতে সবচেয়ে হতাশ তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূলের নেতারা দলটির কেন্দ্রীয় নেতৃত্বের ওপর ভরসা করতে পারছে না। সংশয়ে পড়ে আছে বিএনপির অন্যতম হাতিয়ার ২০ দলীয় জোটের শরিকরাও।

বিএনপির তৃণমূলের এক নেতা বলেন, ১৪ বছর ধরে বিএনপির রাজনীতি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। নানা দৈন্যদশায় থাকা বিএনপিকে ঘুরে দাঁড়ানোর একমাত্র শক্তি হিসেবে ধরা হয় খালেদা জিয়াকে। কিন্তু তিনিও মৃত্যুশয্যায়। এছাড়া একের পর এক তারেক জিয়ার ভুল সিদ্ধান্ত নেতাকর্মীদের হতাশ করছে। বিএনপি নেতৃত্ব সংকট দূর করতে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল এলডিপির সভাপতি অলি আহমেদ নেতৃত্ব গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। তার নেতৃত্বে বিএনপি রাজনীতিতে কতটুকু অগ্রগতি করবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।

বিএনপির নেতৃত্বের দুর্বলতায় প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করেছেন ২০ দলীয় জোটের শরিক দলের নেতারা। এরই মধ্যে বিএনপির নেতৃত্ব নিয়ে মুখ খুলেছেন এলডিপির সভাপতি অলি আহমেদ।

তিনি জানিয়েছেন, দণ্ডিত বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপিকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। আবার দণ্ডিত হয়ে লন্ডনে পলাতক তারেক রহমানের পক্ষে মাঠের রাজনীতি করাও সম্ভব নয়। এখন বিএনপির নেতৃত্বের পরিবর্তন আবশ্যক। জোটের বৃহত্তর ঐক্য গড়ে তোলতে তাকে (অলি আহমদ) নতুবা ঢাকায় অবস্থানরত যেকোনো নেতাকে বিএনপির নেতৃত্ব দিতে হবে। না হলে বিএনপি তথা ২০ দলের ভবিষ্যৎ অন্ধকারে পতিত হবে।

শুধু অলি আহমদ নয়, বিএনপির নেতৃত্বের ওপরেই ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বক্তব্য ও তৃণমূলের ক্ষোভ। তারা কেউই বিএনপির নেতৃত্বের ওপর বিশ্বাস রাখতে পারছে না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির নেতৃত্ব সংকট সমস্যা দীর্ঘ দিনের। শুধু নেতৃত্ব সংকট নয়, দলটিতে নানা সংকট রয়েছে। সব সংকট কাটিয়ে উঠতে না পারলে তৃণমূল থেকে বিএনপি একেবারেই নির্জীব হতে শুরু করবে।