• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

‘স্বতন্ত্র’ মোড়কেও বিএনপির ভরাডুবি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১  

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপি নেতাদের ভরাডুবি হয়েছে। চেয়ারম্যান পদে ‘স্বতন্ত্র’ মোড়কে অংশ নিয়েও জিততে পারেননি কোনো নেতা।

উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলছেন, অভ্যন্তরীণ কোন্দল ও সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সবাই হতাশ। এ কারণেই এবারের ইউপি নির্বাচনে এমন ভরাডুবি হয়েছে।

এদিকে, সমর্থকরা বলছেন- বিএনপি নেতারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় নির্বাচনে তাদের পরাজয় হয়েছে।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির ৯ নেতা ও যুবদলের ১ নেতা অংশ নিয়েছিলেন। তারা হলেন- বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুল রহমান; সদর ইউনিয়নে বিএনপি নেতা আব্দুল ওয়ারেজ, আবু বক্কর সিদ্দিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ সাবু; ময়দানহাট্টা ইউনিয়নে বিএনপি নেতা খন্দকার মোহাম্মদ রমজান আলী; সৈয়দপুর ইউনিয়নে মাহমুদ হোসেন তৌফিক; দেউলী ইউনিয়নে বিএনপি নেতা মোতাহার হোসেন ওরফে মোহতাসিম বিল্লা; মাঝিহট্ট ইউনিয়নে বিএনপি নেতা আকবর আলী; বিহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার হাসান শাওন এবং রায়নগর ইউনিয়নে যুবদল নেতা হাফিজুর রহমান হিরু।

শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ সাবু জানান, উপজেলা বিএনপিতে গ্রুপিংয়ের কারণে এক নেতার সঙ্গে আরেক নেতার বিরোধ রয়েছে। প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণায় অনেক নেতাই সক্রিয় ছিলেন না। কোন্দলের কারণে ইউনিয়ন বিএনপির অনেক প্রবীণ নেতা নীরব ভূমিকা পালন করেছেন। এর প্রভাব পড়েছে ইউপি নির্বাচনে। ফলে বিএনপি নেতারা বিজয়ী হতে পারেননি।