• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপি জ্ঞানশূন্য: ওবায়দুল কাদের

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১  

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা জনপ্রিয়তা ও উন্নয়ন দেখে বিএনপি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের। 

তিনি বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তা ও উন্নয়ন দেখে বিএনপি আবোল-তাবোল বকছে। হিতহিতজ্ঞানশূন্য হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছে। দেশের মানুষের কাছে তাদের কোনো স্থান নেই। 

মঙ্গলবার তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যেকোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই বিএনপির কাজ। অপপ্রচার করাই বিএনপির শেষ আশ্রয়স্থল। 

বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করলেও প্রকৃতপক্ষে পূজামণ্ডপের ঘটনার বিচার তারা চাননি বলে এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, ভিডিও ফুটেজ অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হলেও তারা বলছেন বিরোধীদের হেনস্তা করার জন্য মামলা করা হয়েছে। এটা বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড।

ওবায়দুল কাদের বলেন, ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়নি, অথচ এখন প্রায় দুই সপ্তাহ পর বিএনপির দলীয় টিম বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন। 

ঘটনার রেশ কেটে যাওয়ার পর এ লোক দেখানো পরিদর্শন দলীয়ভাবে বিএনপির দায়িত্বহীনতাকেই স্পষ্ট করছে বলেও এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।