• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারের বালিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় বাসস্ট্যন্ডের কাছে এই সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন ও কালকিনি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদারসহ অন্যরা।
এ সময় বক্তারা পদ্মা সেতুসহ বর্তমান সরকারের উল্লেখযোগ্য উন্নয়ন জনগণের কাছে উপস্থাপন করে কালকিনি ডাসারে উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে এমপি মনোনয়নের পরিবর্তন চেয়ে বক্তব্য রাখেন।