• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে পৃথক দুটি সড়কের উদ্বোধন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩  

মাদারীপুর প্রতিনিধিঃ ২০২১-২২ অর্থ বছরে মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প আওতায় মাদারীপুর কালকিনিতে পৃথক দুটি সড়কের উদ্বোধন করা হয়েছে। কালকিনি উপজেলার সাহেবরামপুর লঞ্চঘাট ভায়া   সড়ক ও ছবিখানের বাড়ী ভায়া সড়ক উদ্বোধন করা হয়।
সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক দুটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন,উপজেলা এলজিইডির প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, সিডিখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চান মিয়াসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।