• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বেশি দামে ডিম বিক্রির অপরাধে জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: ডেঙ্গু টেষ্টে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে মাদারীপুরের শিবচরে ৪ টি ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এদিন বেশি দামে ডিম বিক্রির অভিযোগে আরো ২ টি দোকানে জরিমানা করা হয়। মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এর নের্তৃত্বে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অভিযানকালে ডেঙ্গু জ¦র টেষ্টের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত ফি নেয়া ও মূল্য তালিকা না থাকায় অপরাধে সেবা ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, মেডিপ্যাথ ডায়াগনষ্টিক সেন্টারকে ৩ হাজার টাকা, স্কয়ার ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, শিবচর ইউনাইটেড হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না টানানোর অপরাধে মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৪ হাজার ও রেজাউল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন। এদিন ৬ টি প্রতিষ্ঠানে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মামুন মোরশেদ, স্যানিটারী ইন্সপেক্টর মো: ফজলুল হকসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, ডেঙ্গু টেষ্টে সরকার নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত টাকা আদায় করায় ৪ টি ডায়াগনষ্টিক সেন্টার ও বেশি দামে ডিম বিক্রির অপরাধে ২ টি দোকানে প্রথমবার সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আরো কঠোর সাজার আওতায় আনা হবে। আমাদের অভিযানের ধারা অব্যাহত থাকবে।