• বুধবার ০৭ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

মাদারীপুর দর্পন

চুরির অভিযোগে পিটুনিতে মৃত্যু- গ্রেপ্তার ২

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ মে ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে চুরির অভিযোগে পিটুনিতে গোবিন্দ রায় (৪৫) এক যুবকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে রাজৈর থানায় নিহতের ভাতিজা রমেন রায় বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত রাজৈর উপজেলার পূর্ব নাগরদি এলাকার সুকদেব মালো (৫০) ও তার স্ত্রী বিথি মালোকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার, পুলিশ ও এলাকাবাসীর সূত্র জানায়, সোমবার রাত ৩টার দিকে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের পূর্ব নাগরদি এলাকার সুকদেব মালোর টিনসেট ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে গোবিন্দ রায় নামে এক ব্যক্তি। ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে। পরে প্রতিবেশি আকাশ মালো ও সুমন মালোর সহযোগিতা নিয়ে সুকদেব মালো ও তার স্ত্রী বিথিসহ বেশ কয়েকজন মিলে গোবিন্দকে বেদম পিটুনি দেয়। একপর্যায় গোবিন্দ রায় ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি ভিন্নখাতে নেয়ার জন্য মরদেহ ঘটনাস্থল থেকে কয়েকশ মিটার দুরে তালপট্রি নাম স্থানে সড়কের পাশের একটি পরিত্যক্ত দোকানে ভিতরে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে মঙ্গলবার সকালে পুলিশের জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত গোবিন্দের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ বলেন, ‘চুরির অভিযোগে গোবিন্দ রায়কে পিটিয়ে হত্যার অভিযোগের ভিকটমের ভাতিজা বাদি হয়ে মামলা করেছেন। এ ঘটনার পরেই পুলিশ পূর্ব নাগরদি এলাকা থেকে সুকদেব মালো ও তার স্ত্রী বিথি মালোকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। রাতে মামলা হওয়ার পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে গ্রেপ্তার স্বামী-স্ত্রীকে আদালতে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে জড়িত আকাশ মালো, সুমন মালোসহ বাকি চার জন ঘটনার পর থেকে পলাতক। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে