• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে ৪৮ মেট্রিক টন চাল ও কাপড় ২৫ হাজার পরিবারের মাঝে বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩  

মাদারীপুরে ৪৮ মেট্রিক টন চাল ও কাপড় ২৫ হাজার পরিবারের মাঝে  বিতরণ করা হয়েছে। শনিবার সকালে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে শিবচর পৌর সভার উদ্যোগে ৪৮ মেট্রিক টন চাল ও কাপড় ২৫ হাজার পরিবারের মাঝে  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন এমপি।

চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারলে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এক সময় সাহায্য নেয়ার মানুষ থাকবে না। তাই আগামী দিনেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আর শেখ হাসিনা আছে বলে আজ দেশের মানুষ সাহায্য সহযোগিতা পাচ্ছে।

এই সময় আরও উপস্থিত ছিলেন   মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আবদুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।