• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে ৫ দোকানে ১৩ হাজার টাকা জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ টি মিস্টির দোকান ও ১ টি খাবার হোটেলকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার(২৫ জানুয়ারি) দুপুরে পৌর বাজারের এসকল দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো.রিয়াজুল রহমান।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি সহ নানা অভিযোগের ভিত্তিতে পৌরবাজারের ৫ টি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।  একই ফ্রিজে মাংস ও রান্না করার রুদ্র রেস্টুরেন্টকে ৫ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার উৎপাদন করায় অধিকারী মিস্টান্ন ভান্ডারকে ৩হাজার, ঘোষ মিস্টান্নকে ২ হাজার, গোবিন্দ ঘোষকে ২ হাজার এবং ইসলাম সুইটমিটকে ১ হাজার  টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রিয়াজুল রহমান বলেন,'পৌর বাজারের মিস্টি ও খাবার হোটেলে অভিযান চালানো হয়েছে। অনিয়ম পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।'

অভিযানে শিবচর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ফজলুল হক ও শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।