• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে পিঠা উৎসব উদ্বোধন করলেন শবনম জাহান শীলা এমপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২  

শিবচর প্রতিনিধিঃমাদারীপুর জেলার শিবচরে দুইদিন ব্যাপী আয়োজিত পিঠা উৎসব ঘিরে সাধারণ দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। শনিবার(২৫ ডিসেম্বর) বিকেলে পৌর সভার লিটন চোধুরী স্কয়ার মাঠে পিঠা উৎসবের আয়োজন করে শিবচর উপজেলা ডায়াবেটিক সমিতি। প্রথম বারের মতো পিঠা উৎসব দেখে কৌতুহলী হয়ে উঠে সাধারন মানুষ। উদ্বোধনের পর পরই পিঠার দোকানে ভিড় করেন দর্শনার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবচর উপজেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে দুইদিন ব্যাপি পিঠা উৎসবের উদ্বোধন করেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শীলা এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যু্গলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ৪ সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। পিঠা উৎসব অনুষ্ঠানে চিফ হুইপ এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, বিকেল সাড়ে চারটার পর পিঠার দোকানে ভিড় বাড়ে সাধারণ মানুষের। বাহারি রকমের পিঠা খেতে দেখা যায়। দোকানে দোকানে নানা রকম পিঠা ঘুরে ফিরে দেখেন বিভিন্ন বয়সের মানুষ। পিঠা উৎসব ঘিরে মানুষের মেলা। পিঠা উৎসবে ২১ টি পিঠার দোকান সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে। মেলার মাঠের মাঝখানে বসার জন্য সজ্জিত জায়গা রয়েছে। উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন পিঠা উৎসবে অংশ নেয়। দেশীয় এবং শীত কালীন নানা রকম পিঠা নিয়ে সাজায় তাদের দোকান। দোকানে পাটিসাপটা, দুধপুলি, দুধ চিতই, ভাপা, পাকন, ফুলকলি, সেমাই পিঠা, সই পিঠা, ঝার চিতইসহ প্রতিটি দোকানে ১৫/২০ রকমের পিঠা রয়েছে।

দর্শনার্থী হাফিজা আক্তার নামের এক কলেজছাত্রী বলেন,'পিঠা সাধারণত বাড়িতেই বানিয়ে খাওয়া হয়। কিন্তু পিঠা উৎসব এই প্রথম দেখলাম এখানে। তাই প্রথম দিনেই চলে এসেছি। অনেক রকম পিঠা রয়েছে দোকানগুলোতে। দামও বেশ কম।'

মো. রিফাত নামের এক যুবক বলেন,'পাটিসাপটা পিঠা খেলাম। খুবই সুস্বাদু। দাম নিয়েছে পঁচিশ টাকা। আমাদের এখানে এ ধরনের আয়োজন এই প্রথম। বেশ ভালো লাগছে।'

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবচর উপজেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে দুইদিন ব্যাপি পিঠা উৎসবের উদ্বোধন করেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শীলা এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যু্গলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ৪ সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। পিঠা উৎসব অনুষ্ঠানে চিফ হুইপ এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার শুরু হওয়া পিঠা উৎসব চলবে রোববার রাত নয়টা পর্যন্ত। রোববার বিকেল তিনটা থেকে শুরু হবে এ আয়োজন।

জানতে চাইলে উৎরাইল মহিলা মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য সহিদুজ্জামান সোহেল বলেন,'আমরা আড়িয়াল খাঁ নামে একটি পিঠার স্টল দিয়েছি। পিঠা বাঙালির সংস্কৃতির একটা বড় অংশ জুড়ে আছে। শীতে, নবান্নে বাঙালির ঘরে ঘরে পিঠা উৎসব হতো। এখন অনেকটাই গ্রামীণ উৎসব হারিয়ে যাচ্ছে। তবে উপজেলা ডায়াবেটিক সমিতি আয়োজিত পিঠা উৎসব একটা নতুন মাত্রা যোগ করলো। সংস্কৃতির চর্চা অব্যাহত থাকুক। আমরা নানা রকম পিঠা নিয়ে এসেছি। আমাদের শিক্ষার্থীরা বিক্রি করছে। তারা খুবই আনন্দিত।'

'শিবচর ডায়াবেটিক সমিতির মাধ্যমে চিকিৎসা সেবাসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখানে খুব সহজেই রোগীরা চিকিৎসা সেবা নিতে পারছেন। ডায়াবেটিক সমিতি পিঠা উৎসবের আয়োজন করেছে। এটা বাঙালির ঐতিহ্য। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিবচর উপজেলা ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী।