• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে- চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২  

শিবচর প্রতিনিধিঃ  জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন,'আমাদের স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার, সেটা বাস্তবায়ন হয়েছে। এবার আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।'

শনিবার(১৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরের ভান্ডারীকান্দি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এ কথা বলেন।

এসময় তিনি বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।' আমাদের ছেলে মেয়েদের বিশ্বের মধ্যে সর্বদিক থেকে আধুনিক হতে হবে। তাহলেই আমার একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।'

তিনি আরও বলেন,'দেশের উন্নয়নের জন্য, দলের জন্য আমরা সবাই এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি। এটাই আমাদের আওয়ামীলীগ। তাই বাংলাদেশের জন্য আওয়ামীলীগ একান্তই প্রয়োজন এবংআমাদের দেশের জনগন তা ভালো ভাবেই জানেন।'

বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জন মো. মুনীর আহমেদ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, এবং জেলা ও উপজেলা আ.লীগের নেতাকর্মী।