• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২  

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের কালকিনিতে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার থেকে শুরু হয়ে কর্মশালা আজ বুধবার শেষ হয়। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষন ইনস্টিটিউটের আয়োজনে ও মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায়  এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন কৃষি, মৎস্য, প্রানী সম্পদ, শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক, ইমাম, পুরোহিত, ইউপি সদস্য, স্কুলগামী কিশোরী ও এনজিও কর্মিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ^াস, সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল বিধান সানাউল্লাহ, কৃষি সম্প্রসারন অফিসার গবিন্দ মন্ডল, শিক্ষক মো. জামাল হোসেন ও  উপ-সহকারি কৃষি কর্মকর্ত মো. নেছ্রাউদ্দিন প্রমুখ। কর্মশালার সেশন পরিচালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও শামীম মন্ডল।

কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ^াস বলেন, তিন দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণটি সব শ্রেণি পেশার মানুষদের জন্য কার্যকর। এই প্রশিক্ষণের ফলে দেশে কৃষি উৎপাদন বাড়বে বলে আমরা আশাবাদি।