• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শিবচরে প্রীতি ফুটবল খেলায় বিজয়ীদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পুরস্কার বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে দাদা ভাই স্মৃতি সংসদ আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৫ নভেম্বর) বিকেলে শিবচর হাতির বাগান মাঠে আয়োজিত ফুটবল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এমপি।

দাদা ভাই স্মৃতি সংসদের সভাপতি ও মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর সভাপতিত্বে দাদাভাই স্মৃতি সংসদ এই খেলার আয়োজন করে। দাদাভাই স্মৃতি সংসদ ও বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব এর মাঝে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দাদাভাই স্মৃতি সংসদ ৪-০ গোলে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে।

খেলা শেষে প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, 'সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে ছেলেমেয়েদের খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমান সরকার খেলাধুলার প্রতি বিশেষ নজর দিয়েছে।'

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, 'খেলাধুলায় শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে। বর্তমান সরকার খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে করার পরিকল্পনা হাতে নিয়েছে।'

এসময় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ মেজবাহউদ্দিন, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, শিবচর পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ।