• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস সিটি হবে আড়িয়াল খাঁর পাড়ে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২  

শিবচর প্রতিনিধিঃ   আড়িয়াল খাঁ নদ সংলগ্ন মাদারীপুরের শিবচর ও ফরিদপুরের ভাঙ্গা-সদরপুরে ৩ হাজার একর জমিতে এশিয়ার বৃহৎ শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মান হবে বলে জানিয়েছেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

মঙ্গলবার(১৫ নভেম্বর) দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে এসব তথ্য জানান চীফ হুইপ ও প্রতিমন্ত্রী।

এসময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী ও  যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ মেজবাহউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ চন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিন প্রতিমন্ত্রী ও চীফ হুইপ শিবচর পৌরসভার জিমনেসিয়াম কাম ইনডোর স্টেডিয়ামের স্থান ও যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করেন। বিকেলে হাতির বাগান মাঠে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেন, 'আড়িয়াল খা নদ সংলগ্ন এলাকার ৩৩শ একর জমির উপর শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মানের জন্য সম্ভ্যাবতা যাচাই চলছে। পানি সম্পদ মন্ত্রনালয়ের পক্ষ থেকে এখানে সমীক্ষা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট পেলে কোথায় কোন স্থাপনা হবে তা নির্ধারন করা হবে। এ প্রকল্পটি শুধু দক্ষিন এশিয়াতেই নয় এশিয়ার মধ্যে একটি আইকনিক স্থাপনা হবে। এখানে অলিম্পিক ইভেন্ট,সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস,কমনওয়েলথ গেমসসহ বড় বড় ইভেন্ট আয়োজনের জন্য যা যা প্রয়োজন সবই থাকবে। এখানে মাঠ , জিমনেশিয়াম, গলফ,আবাসন ব্যবস্থাসহ সকল কিছু এখানে থাকবে। ক্রিকেট,ফুটবলের শুধু মাঠই নয় প্রাকটিস মাঠও আলাদা থাকবে। সকল ধরনের খেলার ইনডোর প্রাকটিস মাঠ এখানে থাকবে। এখানে বিশ্বমানের শেখ হাসিনা স্পোর্টস সিটি গড়ে তোলা হবে।'

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, 'এখানে স্পোর্টস সিটি নির্মান হলে অর্থনৈতিক চাঞ্চল্য ও কর্মসংস্থানের সৃষ্টি হবে।  এখানে যাদের বাড়ি ঘর পড়বে তাদের পূনর্বাসনের আওতায় আনা হবে। পদ্মা সেতুতে ক্ষতিগ্রস্থদের যেভাবে পূনর্বাসন করা হয়েছে এখানেও ক্ষতিগ্রস্থদের পূনর্বাসন করা হবে। প্রকল্পটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। স্পোর্টস সিটি শুধু এ এলাকায় নয় সারাদেশেই অর্থনৈতিক পরিবর্তন আনবে।'