• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

কালকিনিতে শেখ রাসেল দিবস পালন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২  


মাদারীপুর প্রতিনিধি
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক’ এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কর্মসুচির মধ্যেদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে। এদিকে  দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের করে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি থানর ওসি মোঃ শামীম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুুবর রহমান, প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, সমাজসেবা কর্মকর্তা বি.এম আসাদুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি সাংবাদিক মোঃ জাফরুল হাসান প্রমুখ।