• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরের পদ্মা নদীতে যৌথ অভিযানে ১২ লক্ষ মিটার জাল ধ্বংস

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২  

শিবচর প্রতিনিধিঃ মঙ্গলবার(১১ অক্টোবর) সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত জেলা প্রশাসক ড.রহিমা খাতুন ও জেলা পুলিশ সুপার মো.মাসুদ আলম এর নেতৃত্বে অভিযানে পুলিশ, র‌্যাব, নৌপুলিশ, কোস্টগার্ডসহ প্রায় ২ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেয়। অভিযানে পদ্মার চর এলাকায় ইলিশ বেচাকেনার দুটি অস্থায়ী হাট ভেঙে দেয়া হয়। এ সময় প্রায় আড়াই মন মা ইলিশ জব্দ ও ১২ লক্ষ মিটার কারেন্ট জাল ধ্বংস করে প্রশাসন। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়,নিষেধাজ্ঞা অমান্য করে একশ্রেণীর অসাধু জেলেরা পদ্মায় মা ইলিশ নিধন করে সেই মাছ পদ্মা নদীর দূর্গম চরে নিয়ে বিক্রি করছে। এবং সেখানে এক প্রকার ইলিশের হাট বসে। এমন খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে অভিযান চালায প্রশাসন। এদিকে অভিযান টের পেয়ে অস্থায়ী হাটের সব দোকানপাট বন্ধ করে আগেই পালিয়ে যায় জেলেরা। এসময় প্রশাসন কাশবন ও আশপাশ থেকে প্রায় ১২ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করে। এসময় ১ জেলেকে আটক করে সাজা প্রদান করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, 'মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ক'দিন পদ্মা নদীর শিবচর অংশে নিয়মিত অভিযান চলছে। পদ্মায় কোন জেলে যেন মাছ ধরতে না নামে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বার বার সকলকে সর্তক করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।'