• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দেশের জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২  

শিবচর প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান (পিপিএম, বিপিএম বার) বলেছেন-পুলিশের প্রধান কাজ দেশের জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করা। জনগণের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে যে পরিস্থিতি সামনে আসে সেই পরিস্থিতি বিবেচনায় রেখে আইনানুগ যে সিস্টেমগুলো আছে সেই পথেই পুলিশ এগুবে। এখানে কোন ধরনের ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই। পরিস্থিতি মোতাবেক পুলিশ সর্বদাই আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

মঙ্গলবার মাদারীপুরের শিবচর থানা পরিদর্শন ও থানায় বঙ্গবন্ধুর মুর‍্যাল উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে ডিআইজি এসব কথা বলেন। এসময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, শরীয়তপুর পুলিশ সুপার মোঃ সাইফুল হক, ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাজাহান,  মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার মো: আনিসুর রহমান, শিবচর থানার ওসি মো: মিরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ডিআইজি মো: হাবিবুর রহমান আরো বলেন, যুগোপযোগী পুলিশ বাহিনী  গড়ে তুলতে জাতির পিতার মতই প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সচেষ্ট ভূমি পালন করছেন। স্বাধীনতার পূর্বে এদেশের পুলিশ বাহিনীকে পেটোয়াবাহিনী হিসেবে ব্যাবহার করছে তৎকালীন শাসকরা। বর্তমানে সেই প্রেক্ষাপট থেকে ঘুরে পুলিশ বাহিনী আধুনিক হয়েছে। দেশের প্রতিটি থানায় বিট পুলিশিং সেবা কার্যক্রম চালু করার মধ্য দিয়ে পুলিশের সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে গেছে। পাশাপাশি থানায় এসে সাধারণ মানুষ সেবা পাচ্ছে কিনা সে বিষয়ে আমরা নিয়মিত মনিটরিং করে যাচ্ছি। কোথাও সেবা নিতে আসা মানুষের ভোগান্তির অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।