• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২  

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে কালকিনি উপজেলার আরিয়াল খাঁ নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা (কলা গাছের তৈরি নৌযান) বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পূর্ব এনায়েতনগরে এ ভেলা বাইচ অনুষ্ঠিত হয়।

স্থানীয় ব্যক্তিবর্গের আয়োজনে এ ভেলা বাইচের আয়োজন করেন। বিভিন্ন এলাকা থেকে ভেলা বাইচে ৮টি দল অংশ নেয়। এসময় নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু ভিড় জমায়।

ভেলা বাইচ দেখতে আসা ছরোয়ার বেপারী বলেন, ঐতিহ্যবাহী ভেলা বাইচ দেখে অনেক ভালো লাগলো। আশাকরি ভবিষ্যৎতে এ ধরনের ভেলা বাইচ অনুষ্ঠিত হবে।

বাইচ দেখতে আসা আরেকজন কাঞ্চন মোল্লা বলেন, অনেক সুন্দর বাইচ হয়েছে। আয়োজক কমিটি আগামীতেও যেনো আয়োজন করে।

ভেলা বাইচ আয়োজক কমিটির সদস্য পূর্ব এনায়েতনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মেম্বার মোঃ জাহাঙ্গীর মোল্লা বলেন, ঐতিহ্যবাহী এই ভেলা বাইচ প্রতিবছর এই সময় আমরা পরিচালনা করি। ভবিষ্যৎতে এ ধরনের বাইচ যেনো হয় তার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা করবো।

এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রধান হুমায়ন সরদার, সাবেক ইউপি সদস্য মোঃ মালেক, পূর্ব এনায়েতনগরের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক লতিফ সরদার সহ অন্যান্যরা।