• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।
সভায় চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এমপি
জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সরকারের উন্নয়নমূলক নানা কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত করতে স্বাস্থ্য কর্মকর্তাকে কড়া নির্দেশনা প্রদান করেন চিফ হুইপ। একই সাথে সকল চিকিৎসকদের কর্মস্থলে যথাযথভাবে উপস্থিত থাকাসহ চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেন। এছাড়াও শিবচরের চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে ভূমিদস্যুরা যেন প্রবেশ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে চেয়ারম্যানদের নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি বলেন,'ভূমি দস্যুর দরিদ্র মানুষের স্বল্প পরিমান জমি কিনে বড় অংশ দখল করে নিতে পারে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।'

সভায় মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাজিবুল ইসলাম
সহ সকল সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।