• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

শিবচরে ডাকাতি হওয়ায় মালামালসহ ৭ ডাকাত গ্রেপ্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে আটক করেছে শিবচরর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করা হয়। শুক্রবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে শিবচর থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য জানান।

শিবচর থানা সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবপুর এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) নূর মোহাম্মদ এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় কুতুবপুর ইউনিয়নের ইমান উদ্দিন বেপারীকান্দি গ্রামের পাওয়ার হাউজের সামনে থেকে তিনজনকে আটক করে। এসময় আরো কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা হলো, শরিয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর এলাকার জাহাঙ্গীর কাজীর ছেলে মেহেদী কাজী(২০), নাওডোবার জয়েনউদ্দিন মাদবরকান্দি গ্রামের ইলিয়াস মাদবরের ছেলে সাগর মাদবর(১৯) এবং পূর্ব নাওডোবা ফেদুল্লা বেপারীকান্দি গ্রামের কাদির মাতুব্বরের ছেলে রাকিব মাতুব্বর(২০)।

এসময় তাদের কাছ থেকে মোটরসাইকেল, ধারালো ছুরি, চাপাতি, রেঞ্জসহ ডাকাতি কাজে ব্যবহৃত নানান রকম জিনিসপত্র উদ্ধার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিরাজ হোসেন বলেন,'আমাদের রাত্রিকালীন টহল উপজেলার সর্বত্র চলামান রয়েছে। টহলকালে  গোপন সংবাদ পেয়ে ডাকাতির পূর্ব প্রস্তুতির সময় তিনজনকে আমরা আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে শিবচর থানায় মামলা দায়ের হয়েছে।'