• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

মাদারীপুরে অবৈধভাবে সার মজুদ করার দায়ে ডিলারের জেল-জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করার অভিযোগে এক ডিলারকে ১৫ দিনের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত জগদীশ ট্রেডার্স-এর ডিলার মহাদেব কুন্ডু।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন জানান, বিপুল পরিমান সার মজুদ করে বাজার কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়। পরে মহাদেব কুন্ডুর মালিকানাধীন তিনটি গুদাম তল্লাসী করে বিএপি ২৪০০ বস্তা, ইউরিয়া ২৫ বস্তা ও ৫০ বস্তা পটাশ সার মজুদ পাওয়া যায়। যা সরকারি নির্দেশনা পরিপন্থি।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত সারের ডিলার মহাদেব কুন্ডুকে ১৫ দিনের কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সার মজুদ করে কৃত্রিম সংকট করা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানান তিনি।