• বুধবার ৩১ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

মাদারীপুর দর্পন

মাদারীপুরে পাচারকালে পুলিশের ৬৬৯ বস্তা চাল-ডাল জব্দ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে পাচারকালে সরকারি ৬৬৯ বস্তা চাল-ডাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘটনায় জড়িত থাকায় একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত বাবুল ভুইয়া (৫৮) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকার মত হামেজ ভুইয়ার ছেলে।

মাদারীপুর উপজেলা প্রশাসনের সূত্র জানায়, সরকারি চাল পাচার করছে এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল শহরের চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তনিম ট্রেডার্স নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেতর থেকে ৫০ কেজি ওজনের ৫২৫ বস্তা চাল, ২৫ কেজি ওজনের ১৩৬ বস্তা চাল এবং ৫০ কেজি ওজনের ৮ বস্তা ডাল জব্দ করা হয়। এমনকি চাল ও ডালের বস্তা পরিবর্তণ করে অন্য মোড়ক ব্যবহার করায় আটক করা হয় বাবুল ভুইয়া নামের এক ব্যক্তিকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত চাল ও ডালের বস্তা ইটেরপুল খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলামের হেফাজতে রাখা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা ভুমি সহকারী কমিশনার আকাশ কুমার কুন্ডু বলেন, জব্দ হওয়া চাল-ডাল ও ছোলা জেলা পুলিশের রেশনের। অবৈধ পন্থায় চাল-ডালগুলো পাচার হচ্ছিল। এ ঘটনায় এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।