• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ডাসারে চোলাই মদ জব্দ করল পুলিশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ আগস্ট ২০২২  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে প্রায় ১৫ লিটার চোলাই মদ জব্দ করেছে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মধু সুদন দে-(৫০) পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। বুধবার গভীর রাতে এসব মদ জব্দ করা হয়।

পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম দর্শনা গ্রামের মাধব চন্দ্রর ছেলে মধু সুদন দে দীর্ঘদিন ধরে তার বসতঘরের একটি রুমে দেশীয় মদ তৈরী করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামানের দিক নির্দেশনায় থানার এসআই ইব্রাহীম শেখ সঙ্গীয় ফোর্সনিয়ে ওই বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে প্রায় ১৫ লিটার চোলাই মদ ও মদ তৈরী করার মালামাল জব্দ করেন। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এই ঘটনায় ডাসার থানার এসআই ইব্রাহীম বাদী হয়ে মাদক ব্যবসায়ী মধুকে আসামী করে থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, মাদক ব্যবসায়ী মধুর বাড়ি থেকে প্রায় ১৫ লিটার চোলাই মদ ও মদ তৈরী করার মালামাল জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এই ঘটনায় ডাসার থানার এসআই ইব্রাহীম বাদী হয়ে মাদক ব্যবসায়ী মধুকে আসামী করে থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।