• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে ৩০টি অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের সামনের পুকুর পাড়ের ৩০ টি অবৈধ স্থাপনা দোকানঘর উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে স্বেচ্ছায় সরিয়ে নিয়েছেন দোকানীরা। আজ সোমবার সকালে এসব দোকানঘর সরিয়ে নেয়া হয়। এদিকে স্বেচ্ছায় দোকানঘর সরিয়ে নেয়ায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা। 

সরেজমিন ও প্রশাসন সুত্রে জানা গেছে, উপজেলা পরিষদের পুকুর পাড়ের সরকারি জমি দখল করে  দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন প্রায় ৩০ টি দোকানঘর নির্মান করে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে আসছেন। ওই ব্যবসায়ীদের তাদের দোকানঘরগুলো সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা। এ নির্দশনা পেয়ে সকল ব্যবসায়ীরা স্বেচ্ছায় তাদের দোকানঘর সরিয়ে নিয়েছেন। এদিকে স্বেচ্ছায় দোকানঘর সরিয়ে নেয়ায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা।

ব্যবসায়ী মোঃ বাচ্চু বেপারী বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে আমরা সবাই স্বেচ্ছায় দোকানঘর সরিয়ে নিয়েছি। তবে যে কারনে আমাদের দোকান সরানো হয়েছে সে কাজ যেন শীঘ্রই শুরু করা হয়।

উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি হরিপদ দাস বলেন, দুই বছরের মধ্যে কয়েকবার অবৈধ দোকান সরিয়ে নেয়ার উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি। বর্তমান ইউএনওর সাহসী ভূমিকার কারনে এ অবৈধ দোকান গুলো সরানো সম্ভব হয়েছে। তাই আমি তাকে ধন্যবাদ যানাই। 

উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, উপজেলা পরিষদ সৌন্দর্য বর্ধকের জন্য দোকানগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। খুব শীঘ্রই সৌন্দর্য বর্ধকের কাজ শুরু করা হবে। তবে ব্যবসায়ীরা আমার কথায় দোকান সরিয়ে নেয়ায় তাদেরকে ধন্যবাদ জানাই।