• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শিবচরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে  বুধবার(৩ আগষ্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করার লক্ষ্যে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজালার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাজিবুল ইসলাম এর নেতৃত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেন, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, উপজেলা ভূমি কমিশনার মোঃ রেজাউল করিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, শিবচর প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিরুল হক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনসহ ও উপজেলা প্রশাসেনর কর্মকর্তাবৃন্দ।

সভায়, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরে যথাযথ মর্যাদার সাথে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি নেয়া হয়।