• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ডাসারে প্রশাসনের উদ্যোগে ২০ হাজার খেঁজুরগাছ রোপণ কর্মসুচি উদ্বোধন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২  

মাদারীপুর প্রতিনিধি

'বৃক্ষপ্রানে প্রকৃতি, প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই শ্লোগানকে বুকে ধারন করে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ২০ হাজার উন্নত জাতের খেঁজুর গাছ রোপণ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন এ কর্মসুচি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারি প্রাথমিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, রঞ্জন কুমার বোষ, প্রধান শিক্ষক কাজী মোয়াজ্জেম হোসেন, মায়া রানি হালদার, জয়ন্ত হালদার ও শুনিল শিকারীসহ  উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা বৃন্দ।

উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা বলেন, বর্তমানে দেশে বজ্রপাতের প্রকোপ বেড়ে গেছে। খেঁজুর গাছ বজ্রপাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই খেঁজুর গাছের চারা রোপণে উদ্বুদ্ধ করতে সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না এর রক্ষণাবেক্ষণও করতে হবে। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে আর পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। সুতরাং গাছ আমাদের পরম বন্ধু। তাছাড়া মাদারীপুরের আলাদা একটি সুনাম রয়েছে খেজুরের রস ও খেঁজুরের গুড় নিয়ে। তাই আমরা সবাই একটি করে হলেও খেজুঁর গাছ লাগাবো।