• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এক্সপ্রেসওয়েতে মানুষের ঢল

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ জুলাই ২০২২  

শিবচর প্রতিনিধিঃ

পদ্মাসেতু হয়ে সড়ক পথে সোমবার(৪ জুলাই) টুঙ্গীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল থেকেই পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক) পাঁচ্চর, সূর্যনগরসহ বিভিন্নস্থানে সড়কের দুইপাশে শুভেচ্ছা জানাতে সারিবদ্ধভাবে দাঁড়ায় হাজারো মানুষ। 

জানা গেছে, পদ্মাসেতু পার হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী স্ব-পরিবারের সড়ক পথে টুঙ্গীপাড়া যাচ্ছেন। সড়ক পথে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে শিবচর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ পদ্মাসেতুর এ্যাপ্রোচসড়ক এবং এক্সপ্রেসওয়ের দুইপাশ জুড়ে দাঁড়িয়ে আছে। স্লোগানে মুখোর করে তুলছে মহাসড়ক। এদিকে মহাসড়কজুড়ে ব্যপক নিরাপত্তাও রয়েছে চোখে পড়ার মতো। 

মো.ইব্রাহিম নামের পাঁচ্চর এলাকার এক ব্যক্তি বলেন,'প্রধানমন্ত্রী আমাদের এখান দিয়ে তার বাড়ি যাচ্ছেন। এই খবর শুনে আমিও মহাসড়কে এসে দাঁড়িয়েছি। পদ্মাসেতুর উপর দিয়ে তিনি প্রথম বাড়ি যাচ্ছেন। আমাদের এলাকার অসংখ্য মানুষ শুভেচ্ছা জানাতে মহাসড়কে এসে দাঁড়িয়েছে।'

কাঁঠালবাড়ী এলাকার মো.রিপন বলেন,'সকাল থেকেই মহাসড়কে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে অসংখ্য মানুষ এসে দাঁড়িয়েছে। হাতে প্রধানমন্ত্রী ও চিফ হুইপ নূর ই অালম চোধুরীর ছবি সম্বলিত ছোট প্ল্যাকার্ড নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় স্থানীয়রা।'

কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল বেপারী জানান,'স্বপ্নের পদ্মাসেতুর উপর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম সড়ক পথে টুঙ্গীপাড়া যাচ্ছেন। আমরা জেনেছি,তিনি স্বপরিবারের নিজ বাড়িতে যাচ্ছেন। শিবচরবাসী তাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই মহাসড়কে অবস্থান করে। অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর এই সড়কযাত্রা দেখতে এ্যাপ্রোচ সড়ক, এক্সপ্রেসওয়ে দাঁড়িয়েছিল।'

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান,'প্রধানমন্ত্রীর সড়কপথে টুঙ্গিপাড়া যাওয়াকে ঘিরে ভোর থেকেই কঠোর নিরাপত্তা ছিল মহাসড়কে। পুলিশের চেকপোষ্টসহ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।'