• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ জুন ২০২২  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শিবচর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরের খরিফ/২ ২০২২-২০২৩ মৌসুমের রোপা আমন ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার  দুপুরে উপজেলা কৃষি অফিস থেকে এই বীজ ও সার বিতরণ করা হয়। এসময় ১ হাজার ৪শত ৫০জন কৃষককে জনপ্রতি ৫কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

কৃষিক কর্মকর্তার আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান।

উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুর ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অনিরুদ্দ দাশ, শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম প্রমুখ।