• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

রাজৈরে ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ মে ২০২২  

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। সোমবার উপজেলা আছমত আলী খান মিলনায়তনে উপজেলা পরিষদ ও নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান, রাজৈর থানার ওসি আলমগীর হোসেনসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী আচরণ বিধি সবার আগে জানতে হবে। এখানে যারা প্রার্থী তারা সবাাই নির্বাচন করতে প্রস্তুত। তাই সবার মধ্যে মূলবোধ ও নিরপেক্ষতা দরকার। তাই সবার আগে বিধি মালা পড়ে তারপর প্রচারণা নামতে আহ্বান জানান বক্তারা।

আগামী ১৫ জুন উপজেলার খালিয়া, আমগ্রাম, বদরপাশা ও হোসেনপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। চার ইউপিতে মোট ৬৩ হাজার ৭শ ৮৮ জন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইভিএম পদ্ধতিতে মোট ৩৯টি কেন্দ্রের ১৮১টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।