• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে দুইদিন ব্যাপী শিশু মেলা উদ্ধোধন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ মে ২০২২  

মাদারীপুর প্রতিনিধি
শিশুদের জন্য উপযোগী বিশ্ব গড়ে তোলার প্রত্যয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর জেলা তথ্য অফিস ও  কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপী শিশু মেলা উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়। এতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, পৌর মেয়র এস.এম হানিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেন ও জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম প্রমুখ।
শিশুরাই আগামীর পৃথিবী। তাই শিশুদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিশুদের জন্য উপযোগী বিশ্ব গড়ে তুলতে হলে আমাদের প্রতিটি উন্নয়নমূলক কাজকে সুপরিকল্পিত করতে হবে। শিশুদের কথা সবার আগে চিন্তায় রাখতে হবে। কেননা আজকের শিশুরা সঠিকভাবে বিকশিত না হলে আগামীতে তারা বড় হয়ে দক্ষ জনশক্তিতের রূপ নিতে পারবে না। দেশের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে হলে শিশুদের বেড়ে ওঠার প্রতিটি ধাপ অধিকতর গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আগামীতে সবার জন্য উপযোগ্য এক উন্নত বিশ্ব উপহার দিতে পারবো।’