• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

কোভিড কার্যকর সনাক্তকরণ বিষয়ক কর্মশালা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ মে ২০২২  

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে কোভিড -১৯ কার্যকর সনাক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বেলা ১১ ঘটিকার সময় ঘটমাঝি ইউনিয়নের চিড়াইপাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

করোনা কার্যকর সনাক্তকরণ বিষয়ে দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বেসরকারি উন্নয়ন সংস্থা পিএইচডি’র ট্রেনিং অফিসার শাহরিয়ার ইসলাম অন্তরা। এতে সহযোগিতা করেন মামনি প্রজেক্টের ইউনিয়ন সুপারভাইজার কাওছার আলম। এতে প্রায় ২০ জন কমিউনিটি সাপোর্ট টিম অংশ গ্রহণ করে।

ঘটমাঝি ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত কর্মশালা সহযোগিতায় ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র মামনি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প: ইমার্জেন্সি রেসপন্স কোভিড-১৯ প্যান্ডেমিক।

ঘটমাঝি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য লাইলা বেগমের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ডা: মো: সিরাজুল হক সরদার, চিড়াইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বাচ্চু হাওলাদার, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সাংবাদিক ইমদাদুল হক মিলন, চিড়াইপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সামসুন নাহার, স্বাস্থ্য সহকারী সামসুন নাহার সেতু, পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী মোসা. সীমা খানম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।