• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

কালকিনিতে তেল মজুদ রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৪ মে ২০২২  

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে সয়াবিন তেল মজুত ও বোতলের তেল খুলে বেশি দামে বিক্রয় করার অপরাধে ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার দুপুরে উপজেলার খাসেরহাট বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। পরে জব্দকৃত সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে স্থানীয় ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, অভিযোগের ভিত্তিতে খাসেরহাটে অভিযান পরিচালনা করা হয়। ওই বাজারের ফরাজি স্টোরে ঈদের আগে ২ হাজার ৯১৮ লিটার তেল ক্র‍য় করে গুদামে মজুদ করে রাখে।

এ ছাড়াও মেসার্স রবীন্দ্রনাথ কুন্ডু স্টোরের মালিক বোতলজাত ২৭০ লিটার সয়াবিন তেল খুলে খোলা তেল হিসেবে বেশি দামে বিক্রি করছিলেন। দুজন ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ করেছেন। তাই দুই দোকান মালিককে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আমারা ভোক্তাদের অধিকার আদায়ে প্রতিদিন বাজার মনিটরিংসহঅভিযান অব্যাহত রেখেছি।