• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে ৮০জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ এপ্রিল ২০২২  

মাদারীপুর প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে ৮০ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার গৌরবময় স্মৃতি ৭১ মুক্তিযুদ্ধ ক্যাম্প পরিচালনা পরিষদের পক্ষ্য থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য আজিজুস সামাদ আজাদ, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাকদ তৌফিকুজ্জামান শাহীন, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ, বীর মুক্তিযোদ্ধা আ. জলিল, আব্দুল মালেক ও আবুল কালাম আজাদ প্রমুখ।

একই সময় উপজেলার  সিডিখান এলাকার হাওলাদার বাড়ি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালিন ক্যাম্পের স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।