• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে সয়াবিন তেলের দাম বেশি রাখায় ৬ দোকানীকে ৭৫ হাজার টাকা জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ মার্চ ২০২২  

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে সয়াবিন তেলের ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি রাখার অভিযোগে ৬ দোকানীকে ৭৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে রাজৈর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রাজৈর বাজারের দোকানীরা ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল ভোক্তাদের কাছে বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস রাজৈর বাজারে অভিযান চালান। এ সময় সয়াবিন তেলের দাম বেশি রাখার অপরাধে স্বপন সাহাকে ৪০ হাজার, সামির ভ্যারাইটিস ষ্টোরের সাদ্দাম হোসেনকে ১০ হাজার ও আবুল খায়ের কাজীর মুদি দোকানে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এ ছাড়া আরও তিনটি দোকানে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রাজৈর উপজেলার নিরাপদ খাদ্য পরির্দশক মো. নুরুজ্জামান মোল্ল্যা বলেন, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে বাজার মূল্যের থেকে বেশি দামে বিক্রির অভিযোগে ৬ দোকানীতে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন সময় অন্য মুদি দোকানীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে আমরা সব ধরণের চেষ্টা করে যাচ্ছি। নির্ধারিত দামের চেয়ে কোন দোকানী বেশি দাম আদায় করলেই তাকে শাস্তির আওতায় আনা হবে।