• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে বোরো ধান চাষে ব্যস্ত কৃষক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে বোরো ধান চাষ নিয়ে ফসলের মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বোরোর বীজতলা ভালো হওয়ায় সন্তোষজনক ভাবে ধান রোপন করতে উপজেলার বিভিন্ন স্থানের ফসলি জমিতে সময় কাটছে কৃষকদের। শীত উপেক্ষা করে জমি প্রস্তুত,পানি সেচ, হালচাষ, সার প্রয়োগ ও বীজ তুলছেন তারা। কেউ জমিতে হাল দিচ্ছেন, কেউ তৈরি জমি ভিজিয়ে রাখছেন সেচ দিয়ে। সব কাজ শেষ করে অনেকে বীজতলা থেকে চারা তুলে রোপণ করছেন ক্ষেতে।

সরেজমিনে উপজেলার শিরুয়াইল, চরজানাজাত, কাঁঠালবাড়ি, মাদবরেরচর, বন্দরখোলা, সন্যাসীরচরসহ আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, চরাঞ্চলসহ বিভিন্ন ফসলের জমিতে বোরো রোপন করছেন চাষীরা। আবার কেউ ধান রোপনের জন্য জমি প্রস্তুত করছেন। কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন কৃষকেরা। ধান চাষের জন্য দূর থেকে শ্রমিক এনেও কাজ করছেন তারা। ফসলের ক্ষেতে সেচ দিয়ে চাষের উপযোগী করে তুলছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদফতর ৩ হাজার কৃষকের মধ্যে প্রণোদনার সার, বীজ বিতরণ করেছে। চলতি বছর শিবচর উপজেলায় ৩ হাজার ২শ ৭০ হেক্টর জমিতে বোরো চাষ করা হচ্ছে।

শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের কৃষক মো. ইব্রাহিম জানান,'প্রতি বছরই ধানের চাষ করি। এ বছরও করছি। তবে বীজের দাম বেড়েছে। শ্রমিকের মজুরিও বেশি। ফলন ভালো হলে লাভের মুখ দেখা যাবে।'

অপর কৃষক মো. আব্বাস আলী বলেন,'সব কিছুর দাম বেশি থাকায় ধান চাষে ব্যয়ের পরিমান বেশি হচ্ছে। এবার বীজ ভালো পাওয়া গেছে। আশা করি ফলনও ভালো আসবে।'

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায় জানান, 'কৃষকদেরকে আধুনিক চাষাবাদ পদ্ধতিসহ সকল প্রকার পরামর্শ দেয়া হচ্ছে। উপজেলায় এবার ৩ হাজার ২শ ৭০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে বলে আশা করা যাচ্ছে।'