• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিমুলিয়া-বাংলাবাজারে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২  

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে টানা ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে  দুর্ঘটনা এড়াতে প্রায় ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ রুটে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাকির হোসেন জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে তিন শতাধিক যানবাহন আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি জানায়, গেল বছরের নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং একই মাসের শেষ সপ্তাহ থেকে শিমুলিয়া ঘাট থেকে নতুন করে স্থাপিত মাঝিরকান্দি নৌরুটে বিকেল ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল করে থাকে।

গত বছরের জুলাই ও আগস্ট মাসে পাঁচ বার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগে। ফলে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে টানা ৪৭ দিন ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার ঘটনায় ফেরির মাস্টারদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

দুর্ঘটনা এড়াতে গত ৪ নভেম্বরের এ নৌরুটে ৪টি মিডিয়াম ফেরিতে ছোট যানবাহন শুধু দিনের বেলা পারাপারের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি। সেই সাথে পদ্মা সেতু এড়িয়ে সোজাসুজি  শিমুলিয়া-মাঝিরকান্দি নতুন নৌরুটে রাতে ফেরি চ