• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচ‌রে জাল ভোট দেয়ায় একজন‌কে এক মা‌সের কারাদণ্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২২  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপু‌র জেলার শিবচরে এক‌টি কে‌ন্দ্রে জাল ভোট প্রদানের সময় এক ইউ‌পি মেম্বার প্রার্থীর ভাই‌কে এক মা‌সের কারাদণ্ড প্রদান ক‌রা হ‌য়ে‌ছে।

জেলা নির্বাচন কর্মকতা মো. ম‌নিরুজ্জামান জা‌নি‌য়ে‌ছেন, ৫ম ধা‌পের ইউ‌পি নির্বাচ‌নে শিবচর উপ‌জেলার বন্দর‌খোল‌া ইউ‌নিয়‌নের ৬ নং ওয়া‌র্ডে আ‌ছিম বেপারীকা‌ন্দি সরকা‌রি প্রাথমিক বিদ‌্যাল‌য়ের ৬ নং ও‌য়া‌র্ডে মোরগ মার্কা নি‌য়ে  নির্বাচন করা ম‌নির হো‌সেনের ভাই  মে‌হেদী হাসান শেখ‌কে এক মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রে‌ছে ভ্রাম‌্যমান আদালত। মে‌হেদী হাসান বেপারীকা‌ন্দি গ্রা‌মের মান্নান শে‌খের ছে‌লে।

উল্লেখ্য, ৫ম ধাপে শিবচরের বন্দরখোলা ও কাঁঠালবাড়ী ইউপিতে বুধবার সকাল ৮ টায় শুরু হয়েছে ভোট গ্রহন। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী পরস্পরের প্রতিদ্বন্দ্বীতা করছেন।