• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরের তিনটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১  

শিবচর প্রতিনিধিঃ

চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের  শিবচরে তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে রবিবার(২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ভোট গ্রহন চলছে।  সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ উভয় ভোটারদের সকাল থেকে সিরিয়ালে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। 

সরেজমিনে, উপজেলার উমেদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চরকাচিকাটা আর্দশ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট গ্রহন শুরুর আগেই ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি। নারীদের তিনটি এবং পুরুষের ২ টি সহ মোট পাঁচটি লাইন রয়েছে। 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এইচএম মুরাদ হোসাইন বলেন,'এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২৪৮৮। সকাল সাড়ে ১০ টা পর্যন্ত সাড়ে ৫ শত ভোট সম্পন্ন হয়েছে। কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহন হচ্ছে।'

নূরজাহান নামের এক ষাটোর্ধ্ব ভোটার জানান,'অসুস্থ্য থাকায় কেন্দ্রে এসে আগেই ভোট দিতে পেরেছি। কোন সমস্যা হয় নাই।'

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়,তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত সদস্য পদে ৩৮ জন এবং সাধারণ সদস্য পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনে তিনটি ইউনিয়নে ৪৪ হাজার ৪ শত ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এছাড়া ভোটে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে আজ সকাল থেকে মাঠে নেমেছে বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের পরেও এক দিন পর্যন্ত মাঠে থাকবে তারা।এছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে ৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম  বলেন, ‘ভোট সুষ্ঠু ভাবে চলছে। ভোটাররা শান্তিপূর্ণ ভাবে ভোট দিচ্ছে। আশা করছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। ভোটে কারো কোন অবহেলা মেনে নেয়া হবে না।