• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে শেখ ফজিলাতুন্নেছা বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তি শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে শেখ ফজিলাতুন্নেছা বালিকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেনির ভর্তি কার্যক্রমের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়ে দুপুরের দিকে ফলাফল ঘোষণা করা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মোহাম্মদ মাকসুদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন  উপজেলার একাডেমিক সুপারভাইজর আসাদুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের অফিস সূত্রে জানা যায়,২০২২ শিক্ষা বর্ষের জন্য এ বছর ২৮১ টি ভর্তি আবেদন ফরম বিক্রি হয়। এবার লটারির মাধ্যমে তিনটি শাখায় ২২০ জনকে ভর্তির জন্য বাছাই করা হয়।

নুশরাত নামের এক শিক্ষার্থী বলেন,'আমার স্বপ্ন ছিল এই স্কুলে পড়াশুনার করার। আজ আমি লটারির মাধ্যমে উত্তীর্ণ হয়েছি। আমার খুব আনন্দ লাগছে আমি এই প্রতিষ্ঠানে পড়তে পারব।'

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন,'শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী বুধবার আমাদের বিদ্যালয়ে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।  শতভাগ নিরপেক্ষতার সাথে এই কার্যক্রম চলছে।'