• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে মহিলা বিষয়ক অধিদপ্তরের হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে কর্মজীবি ল্যাকটেটিং মা ও শিশু সহায়তা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেল্থক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৯ ডিসেম্বর) সকাল দশটার দিকে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী মিলনায়তনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে হেল্থক্যাম্প অনুষ্ঠানে উপজেলার প্রায় সাড়ে ৬ শত মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এম. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আওলাদ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনসহ অন্যরা।

মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কর্মজীবি ল্যাকটেটিং মা ও শিশু সহায়তা কর্মসূচীর উপকার ভোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলার বিভিন্ন স্থানের মা ও শিশুর স্বাস্থ্যসেবার লক্ষে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন নারী চিকিৎসক দিনব্যাপী স্বাস্থ্য সেবা প্রদান করছেন। এসময় মাস্ক ও ওষুধ বিতরণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খানম বলেন,'আমরা নিয়মিত এ কর্মসূচী করে থাকি। রোববার আমরা কমপক্ষে সাড়ে ৬ শত রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো।'