• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে প্রতিবন্ধী দিবস উদযাপিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের রাজৈরে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের সম্পদ, তারা ও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কর্মক্ষেত্রে ভূমিকা রাখছে। রাজৈর উপজেলায়  একমাত্র এই বিদ্যালয়টি জাতীয়করণসহ ১১ দফা দাবি বাস্তবায়নে দাবি জানানো হয়।

বিশ্ব জুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে উদযাপন হচ্ছে দিবসটি। বিশ্বে এ বছর ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হলেও বাংলাদেশ এ বছর ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করছে। দিবসটির  প্রতিপাদ্য বিষয় ছিল ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’।