• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে ৯৯৯ নাম্বারে ফোন করে রক্ষা পেলেন দুই তরুণী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১  

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে ভ্যাটারিচালিত অটোযোগে ঘুরতে বের হইয়ে দুই বান্ধবী পথিমধ্যে ওই অটোর চালক দ্বারাই ইভটিজিং শিকার হয়।  পরে  জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ গিয়ে ওই দুই বান্ধবীকে উপজেলার পাঁচ্চর এলাকা থেকে উদ্ধার করে। এবং অটো চালককে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে অভিযুক্ত অটো চালক  হিরো খান (২৫) কে ৩ মাসেরে কারাদন্ড প্রদাণ করা হয়। হিরু খান উপজেলার পাঁচ্চর এলাকার বড় বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ নভেম্বর)  সন্ধ্যা ছয়টার সময় শিবচর পৌর এলাকার কলেজ মোড় থেকে ২০ ও ২১ বছরের দুই বান্ধবী হিরু খানের অটো গাড়িতে করে  পাঁচ্চর এলাকায় ঘুরতে যাচ্ছিলো কিন্তু মাঝ রাস্তায় অটো নষ্ট হয়েছে বলে গাড়ী থামিয়ে অটো চালক হিরু খান বিভিন্ন প্রকার অশীল অঙ্গভঙ্গীতে ইভটিজিং শুরু করে। এতে অটো চালকের সাথে  তরুণীদের বাকবিতন্ডতা শুরু হয়। এক পর্যায়  স্থানীয়রা এগিয়ে এসে ৯৯৯ নাম্বারে কল করে পুলিশে সাহায্য নেয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

এঘটনায় মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল করলে আমরা সাথে সাথে সেখানে পুলিশ পাঠায়ে তাদের উদ্ধার করি। একই সাথে ইভটিজার অটোচালক কে আটক করতে সক্ষম হই।  পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অটো চালককে ৩ মাসের সাজা প্রদান করা হয়।