• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার রাজৈর হতে দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে জেলার রাজৈর উপজেলার খালিয়া এলাকা থেকে রবিউল শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ এর নেতৃত্বে মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে  মাদারীপুর জেলার রাজৈর থানাধীন খালিয়া এলাকার খালিয়া ব্রীজ(ফায়ার সার্ভিস সংলগ্ন) গৌতমের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে আসামী রবিউল শেখকে(২৮) আটক করা হয়। আটককৃত রবিউল রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকার মৃত খোকন শেখের ছেলে।

এসময় আটককৃত আসামীর নিকট হতে ০৫ লিটার দেশীয় মদ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ২টি সীমাকর্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানাসহ বিভিন্ন এলাকায় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত মদ ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।